শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

রাজধানীতে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

arrest
গ্রেফতারকৃত ১৫ জুন। ছবি- ঢাকা মেইল

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার (১ জুন) কোতয়ালীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আমানুল্লাহ (প্রকাশ) আমান (৬০), শাকিল উদ্দিন (৩০), মুন্না মিয়া (২৯), গাজী ইয়ামিন (৪৫), আপন (৩২), রবিউল (২৮),  মাসুম পারভেজ (৪০), সাখাওয়াত হোসেন ওরফে শুভ আহমেদ (৩০),  তায়েব (২১), আমিন বেপারী (২০), শান্ত (১৯), নুরুল ইসলাম ওরফে কাদির (৫৫), রায়হান ফেরদৌস রনি (৪২), রাশেদুল আলম(৪৮) ও নিজাম উদ্দিন(৪০)।

কোতয়ালী থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর