সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নগদে নিয়োগ দুর্নীতি: আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে ডেকেছে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

A
ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে নিজ স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে ‘নগদ’-এর উচ্চপদে নিয়মবহির্ভূত ভাবে নিয়োগের অভিযোগে তাদেরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ জুন) স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইসহ আতিক মোর্শেদকে দুদকে হাজির হতে হবে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ব্যক্তিগত সহকারী আতিকের স্ত্রীর নগদে চাকরির বিষয়ে তদন্ত হবে: তৈয়্যব

রোববার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তিনি বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। 

আরও পড়ুন: দুষ্কৃতকারীরা আবারও নগদের নিয়ন্ত্রণ নিয়েছে: বাংলাদেশ ব্যাংক


বিজ্ঞাপন


এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে দুদক টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুদকে ডাকা হয়েছে।

এছাড়া আভিযানিক দল ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এমআই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর