সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদযাত্রা: বিনা টিকিটের রেলযাত্রীদের বিরুদ্ধে মামলা, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

Rail

ঈদযাত্রার প্রথম দিনে রেলযাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে শনিবার (৩১ মে) বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে টিকেটবিহীন যাত্রী শনাক্ত, জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে পাঁচটি মামলা এবং টিটিই’র করা জরিমানাসহ ৩০ জনের টিকিট কাটা হয়েছে। এতে জরিমানাসহ টিকিট কাটা হয়েছে ৯ হাজার ২০ টাকার ও মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে ৬৫০ টাকা।


বিজ্ঞাপন


একই দিন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে মোবাইল কোর্টে মামলা সংখ্যা ১, জরিমানা ১০০ টাকা ও টিটিই কর্তৃক বিনা টিকিটের সাতজন যাত্রীকে জরিমানা করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

দেশের অন্যান্য রেলস্টেশনেও একইভাবে যাত্রীদের হয়রানিমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর