সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা দেবে জাপান

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:০২ এএম

শেয়ার করুন:

বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা দেবে জাপান
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা

বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং বিভিন্ন অনুদান বাবদ ১.০৬৩ বিলিয়ন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) আর্থিক সহায়তা দেবে জাপান। জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে আজ শুক্রবার (৩০ মে) টোকিওতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি বিষয়ক ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার প্রদান করবে।


বিজ্ঞাপন


এছাড়াও, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য টোকিও ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হবে।

এর আগে, শুক্রবার সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে স্বাক্ষরিত চুক্তি ছাড়াও, উভয় দেশ তাদের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর