সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

K
ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ছবি- বাসস

নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার (২৯ মে) এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। 

এ ব্যাপারে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, কোস্টারিকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, তুরস্ক এবং কাজাখস্তানের নবনিযুক্ত দূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন মুর্মু।


বিজ্ঞাপন


একজন পেশাগত কূটনীতিক, হামিদুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের এবং ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। নয়াদিল্লিতে তার বর্তমান পদোন্নতির আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক জীবনে হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) এবং কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের সঙ্গে জড়িত দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও ব্যাপকভাবে কাজ করেছেন রিয়াজ হামিদুল্লাহ।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর