রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একই আঙ্গুলের ছাপ দুই এনআইডিতে? মাঠপর্যায়ে করণীয় জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

EC

এক নাগরিকের আঙ্গুলের ছাপ অন্য কোনো নাগরিকের সঙ্গে মিলে যাচ্ছে বা যে সকল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্ট্যাটাস ‘ম্যাচ ফাউন্ড’ অবস্থায় রয়েছে, তার সমাধানে মাঠ কর্মকর্তাদের করণীয় নির্ধারণ করে দিল নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ মে) কমিশনের সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলামের মাঠ পর্যায়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনা থেকে বিষয়টি জানা যায়। 


বিজ্ঞাপন


নির্দেশনায় বলা হয়েছে, ম্যাচ ফাউন্ড স্ট্যাটাসে থাকা এনআইডিগুলোর ক্ষেত্রে একই ভোটারের দুটি এনআইডির ক্ষেত্রে একটি এনআইডি সিস্টেমে সচল আছে। তাহলে সচল এনআইডি নম্বরটিই ভোটারকে ব্যবহারের জন্য পরামর্শ দিতে হবে। অন্যটি ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস হিসেবে থেকে যাবে। 

কোনো ব্যক্তির এনআইডি অন্য কোনো ব্যক্তির এনআইডির সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে তা সমাধানের জন্য নির্বাচন কমিশনে পত্র পাঠাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে আঙ্গুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর