মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পল্লবীতে বাসায় ঢুকে দম্পতিকে হত্যা, ঘাতক আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

Thana
পল্লবী থানা। ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে হত্যা করা হলো এক দম্পতিকে। তারা হলেন- স্বামী পাপ্পু (৩৫) ও স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)। 

বুধবার (২৮ মে) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকে এক নম্বর লাইনের ৩৫ নম্বর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


ঘটনার পর পরই গাউস মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশে। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহত দম্পতি পাঁচতলা ভবনের পঞ্চম তলার উত্তর পাশের ফ্ল্যাটে থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। 

অন্যদিকে গাউস মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিনাথপুরে। তিনি ঢাকার পল্লবীতে ইলেকট্রিশিয়ান মেকার হিসেবে কাজ করতেন। 

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম ঢাকা মেইলকে বলেন, ‘ঘটনার সময় দম্পতি বাসায় বসা ছিলেন। ওই সময় বাসায় ঢুকে পড়েন গাউস মিয়া। দুজনকে ছুরি দিয়ে স্টেপ করেন। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। 


বিজ্ঞাপন


খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর