মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিন জেলায় তিতাসের অভিযান, জরিমানা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

G
বিচ্ছিন্ন করা হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ। ছবি- ঢাকা মেইল

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ। 

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, সোমবার তিতাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও, জোবিঅ- সোনারগাঁও আওতাধীন সোনারগাঁও উপজেলার বড়িবাড়ি এবং নয়াপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় একটি অভিযান চালানো হয়েছে। 

অভিযানে দুটি স্পটের আনুমানিক তিন কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ১,২০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ১২০ ফুট  লাইন পাইপ ও ৩০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়।

Gas

একই দিনে মুন্সিগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোবিঅ-মেঘনাঘাটের আওতাধীন ‘পুরান বাউশিয়া (মানাবের বিপরীতে), আনারপুরা, বালুয়াকান্দি (মায়ামীর বিপরীতে) এবং মধ্যমকান্দি (পাখির মোড়), গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। চারটি স্পটে অভিযানে তিনটি চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 


বিজ্ঞাপন


এসময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ১০০ ফুট  লাইন পাইপ ও ৬০০ ফুট প্লাস্টিক পাইপ এবং ১৬টি এয়ার মিক্স বার্নার অপসারণপূর্বক জব্দ করা হয়। দুটি চুন কারখানার জমির মালিক ও কারখানা পরিচালকদের নামে গজারিয়া থানায় দুটি এফআইআর দাখিল করা হয়েছে। 

ওই অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ৩৪ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ৫,৫৪,৫৫৬ টাকা (দৈনিক ভিত্তিক)। এছাড়া, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জের আওতাধীন বিশেষ টিম কর্তৃক জোবিঅ-ফতুল্লার আওতাধীন মেসার্স হাজী ওয়াশিং প্লান্টের অবৈধ পাইপ লাইন থেকে মিটার বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এসময় মেসার্স আল-মোকাদ্দিম সিএনজি, মেসার্স এম এম ডাইং, মেসার্স এস কে টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং ও মেসার্স জেমস এপারেলসের আঙ্গিনা পরিদর্শন করা হয়। 

Gas2

এছাড়া বিক্রয় বিভাগ-৬ (মিরপুর) -এর আওতাভুক্ত এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জিন্স ব্লু ওয়াশিং, টেডাইনামিক ওয়াশিং প্লান্ট লিমিটেড, মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জে.এস.লন্ড্রি ফ্যাশন, লার্জ এক্সসরিজ লিমিটেড ও কে.এম ওয়াশিং প্লান্ট এবং এস.আর. ট্রিমসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এসময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৭০ ফুট লাইন পাইপ, ৪৫ ফুট হোস পাইপ ও দুটি বুস্টার এবং একটি সিসিটিভি হার্ড ডিস্ক অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।

এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আঞ্চলিক বিক্রয় বিভাগ -চন্দ্রা, জোবিঅ - চন্দ্রার বিশেষ অভিযানে হক হাউজিং, কোনাবাড়ি, গাজীপুরের আবাসিক লাইনের ২৬০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এসময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৩৫০ ফুট লাইন পাইপ, ১০০ ফুট হোস পাইপ ও সাতটি রাইজার অপসারণপূর্বক জব্দ করা হয়। এছাড়া আঞ্চলিক রাজস্ব শাখা- সাভারের বিশেষ অভিযানে বকেয়ার জন্য ১০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর