সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মগবাজারে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

মগবাজারে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে এক যুবকের ব্যাগ চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে মগবাজারের একটি গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই যুবক বাধা দিতে গেলে তাকে একাধিকবার কোপানো হয়। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেলে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মাস্ক পরা দুই ছিনতাইকারী চাপাতি বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কুকুরের চিৎকার শোনা যায়। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে যুবকটি মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপাতে থাকে।


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু রোববার (২৫ মে) গণমাধ্যমকে জানান, পুলিশ ভিডিওটি দেখেছে, কিন্তু এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ ভুক্তভোগী যুবক এবং মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর