পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের সুনিয়ন্ত্রিত যাত্রা নিশ্চিত করতে আগাম ট্রেন টিকিট বিক্রির বিশেষ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। তারই অংশ হিসেবে আজ সোমবার (২৬ মে) বিক্রি শুরু হচ্ছে ঈদের আগে ষষ্ঠ দিনের—অর্থাৎ ৫ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহা ৭ জুন উদ্যাপিত হবে ধরে নিয়ে এই টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
প্রতিদিনের মতো এবারও দুই ধাপে বিক্রি শুরু হবে। সকাল ৮টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর আসনের।
রেলওয়ের তথ্য বলছে— ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা এবার ৩৩ হাজার ৩১৫টি। ঈদ মৌসুমে এই আসনগুলোর চাহিদা থাকে সর্বোচ্চ পর্যায়ে। যাত্রীদের চাপ সামাল দিতে ৭ দিন আগাম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে রেলওয়ে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের টিকিট বিক্রির সময়সূচি নিচে দেওয়া হলো—৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে: ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হয়েছে: ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হয়েছে: ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হয়েছে: ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হয়েছে: ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ: ২৬ মে ও ৬ জুনের টিকিট বিক্রি হবে: ২৭ মে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়, অর্থাৎ কেনার পর তা আর রিফান্ড করা যাবে না।
বিজ্ঞাপন
সরকার ও রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীর চাপ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু পুরোপুরি অনলাইনভিত্তিক বিক্রি হচ্ছে, তাই যাত্রীদের নির্ধারিত সময়ে সাইটে ঢুকে টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর ঈদ মৌসুমে ট্রেনযোগে লাখ লাখ মানুষ রাজধানী ছাড়িয়ে নিজ নিজ গন্তব্যে ফিরেন। সেই ভ্রমণ যেন নিরাপদ, আরামদায়ক ও সময়মতো হয়, সে লক্ষ্যে আগেভাগেই এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে বাংলাদেশ রেলওয়ে।
এইউ

