এনবিআর অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে পূর্ণাঙ্গ কলম বিরতি চলছে।
এনবিআরের সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
বিজ্ঞাপন
গতকালের ঘোষণা অনুযায়ী আজ রোববার (২৫ মে) সকাল থেকে পূর্ণ কর্মবিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় গতকাল পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
নতুন ঘোষণা না এলে সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে জানা গেছে।
এর আগে গত ২২ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ ও সব অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
ওই দিন রাতে পরামর্শক কমিটিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনাক্রমে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার পর তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেছিল অর্থ মন্ত্রণালয়।
তবে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিকে সাধুবাদ জানালেও চার দাবি আদায়ে অটল অবস্থানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২২ মে রাতের পাল্টা সংবাদ বিবৃতিতে ওই দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ মে আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতির ঘোষণা দিয়েছিলেন। সেই অনুসারে ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি কর্মসূচি পালিত হয়। আলোচনার আশ্বাসে ২০ মে আন্দোলন স্থগিত রেখে ২১ মে থেকে নতুন কর্মসূচি পালন করছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা।
এমআর/এফএ

