চট্টগ্রাম বন্দর কোনো দেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সরকার এই বন্দরকে আরও আধুনিক ও কার্যকর করতে চায়, তবে এটি পরিচালনার দায়িত্ব বা মালিকানা কাউকে দেওয়া হবে না।
রোববার (২৫ মে) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আমরা সংস্কার কার্যক্রম চালাতে চাই। তবে এই বন্দর কাউকে দিচ্ছি না। বিশ্বের বড় বড় কোম্পানি যেন বন্দর ব্যবস্থাপনায় অংশ নিতে পারে—সে সুযোগ রাখতে চাই। তারা যেন টার্মিনালে বিনিয়োগ করে এবং পরিচালনায় সহায়তা করে।’
তিনি জানান, চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। কিছু আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, ‘আমরা বন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগ স্বাগত জানাই, কিন্তু মালিকানা বা নিয়ন্ত্রণ হস্তান্তর করব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা।’
সরকারের এই অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এর আধুনিকায়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব চাই, তবে পুরোপুরি হস্তান্তরের কোনো প্রশ্নই আসে না।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বিভিন্ন অর্থনৈতিক ও অবকাঠামোগত বিষয়ে আলোচনায় অংশ নেন গণমাধ্যমকর্মীরা।
এইউ

