বিদ্যমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৫ মে) বিকেল পৌনে ৬টায় রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বৈঠকে অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আরও পড়ুন: তিন ‘বিতর্কিত’ উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি
আরও অংশ নেবেন বাংলাদেশ খেলাফত মজলিশ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ।
জানা গেছে, সংস্কার, নির্বাচন, স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করবেন দলগুলোর শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রথমে বিএনপি, এরপর জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং সবশেষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত
বৈঠক শেষে বর্তমান সরকার প্রধানের কাছে কোন দল কী দাবি এবং প্রস্তাব করেছেন, সাংবাদিক সম্মেলনে সেসব তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা।
এরমধ্যে বিএনপি দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি করেছে।
আরও পড়ুন: আ.লীগ আমলের সব নির্বাচন বাতিল ও দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির
জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কাছে চেয়েছে দুটি বিষয়ে রোডম্যাপ। একটি হলো- কবে নির্বাচন হবে এবং অন্যটি সংস্কার ও জুলাই গণহত্যাকারীদের বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে তুলে ধরা।
অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতাদের গড়া দল এনসিপি ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি তুলেছে এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে।
এএইচ

