সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাংবাদিকতায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকতায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

জাঁকজমকপূর্ণ আয়োজনে এ বছর সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অর্থনৈতিক, বিনোদন, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও মানবিক কাজে অসামান্য অবদান ও অনুকরণীয় কাজের স্বীকৃতি জানাতে টেলিভিশনের তিন সংবাদকর্মীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

‘পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত’- এমন সাড়া জাগানো প্রতিবেদনের জন্য পুরস্কার পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রবিউল হাসান আরেফিন শাকিল।


বিজ্ঞাপন


এছাড়া সাংবাদিকতায় টেলিভিশনে আরও পুরস্কার পান একাত্তর টেলিভিশনের রিয়াজ উদ্দিন সেজান, মাছরাঙা টেলিভিশনের নূর উন নাহার উইলি।

রাজধানীর একটি হোটেলে পুরস্কার তুলে দেন হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম, চিত্রনায়িকা রোজিনাসহ বিশিষ্টজনরা।

এছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেয়ে সাংবাদিক আরেফিন শাকিল বলেন, এমন স্বীকৃতি কাজের আগ্রহ ও গতি বাড়ায়। দায়বদ্ধতা বাড়ায় সমাজ ও রাষ্ট্রের প্রতি। জুলাই অভ্যুত্থানের প্রতিটা দিন ছিল মনখারাপের গল্পের চিত্রনাট্য। জুলাই আমাদের শেখায় অধিকার আদায়ের একাগ্রতা, জুলাই অন্যায়-জুলুমের বিরুদ্ধে দুরন্ত সাহস।


বিজ্ঞাপন


বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর