রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদে বাস টিকিটে দ্বিগুণ ফি, প্রশ্নের মুখে ‘সহজ’

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

ঈদে বাস টিকিটে দ্বিগুণ ফি, প্রশ্নের মুখে ‘সহজ’
সহজ অ্যাপে এসি বাসের টিকিট কাটলে গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা। ছবি: সংগৃহীত

কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটার ঝামেলা থেকে বাঁচতে সবাই এখন ঝুঁকছে টিকিট কাটার অনলাইন প্ল্যাটফর্মের দিকে। তবে ঈদ ঘিরে যাত্রীদের সেই ঝামেলাবিহীন অভিজ্ঞতাই হয়ে উঠছে কঠিন। সাধারণ সময়ে যেখানে একটি এসি বাসের টিকিট কাটতে ৫৪ টাকা প্রসেসিং ফি দিলেই চলত, সেখানে ঈদের সময় একই টিকিটের ফি হয়ে গেছে ১৩১ টাকা, যা দ্বিগুণের চেয়ে বেশি। এই বাড়তি চার্জ নিচ্ছে দেশের অন্যতম টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’।

অনলাইন যাচাই করে দেখা যায়, টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’ ঈদযাত্রায় নন-এসি বাসের প্রসেসিং ফি সাধারণ সময়ের মতো রাখলেও এসি বাসের প্রসেসিং ফি বাড়িয়েছে দ্বিগুণের চেয়ে বেশি।


বিজ্ঞাপন


যাচাইয়ে দেখা যায়, নন-এসি বাসের সাধারণ সময়ে একটি টিকিটের দাম যা ছিল ঈদযাত্রাতে তাই আছে। যেখানে একটি টিকিট কাটতে ‘সহজ’কে প্রসেসিং ফি দিতে হয় ৪২ টাকা। আর একসঙ্গে চারটি টিকিট কাটলে সহজ প্রসেসিং ফি নেয় ১২০ টাকা, যা ঈদযাত্রা ও সাধারণ যাত্রা দুটোতেই সমান।

তবে ভিন্ন চিত্র দেখা যায় এসি বাসের টিকিট কাটতে গেলে। সাধারণ সময়ে ৮০০ টাকার এসি বাসের একটি টিকিট কাটতে ফি লাগে ৩০ টাকা, একসঙ্গে চারটি টিকিট কাটতে ফি লাগে ১২০ টাকা। কিন্তু ঈদযাত্রায় সেই একই টিকিটের দাম বেড়ে এসে দাঁড়িয়েছে ১২০০ টাকা। অনলাইনে যার একটি টিকিট কাটতে ফি লাগছে ১২১ টাকা এবং একসঙ্গে চারটি টিকিট কাটতে ফি লাগছে ৪৮৪ টাকা।

সাধারণ যাত্রায় ভলভো এসি বাসের টিকিটের দাম ১১০০ টাকা, যার প্রসেসিং ফি ৪৯ টাকা। আর চারটি টিকিট একসঙ্গে কাটলে ফি ১৯৩ টাকা। কিন্তু একই টিকিট ঈদযাত্রায় এসে হয়েছে ২০০০ টাকা। আর ‘সহজ’ এর প্রসেসিং ফি বেড়ে একটি টিকিটের জন্য ১০০ টাকা আর চারটি টিকিট একসঙ্গে কাটলে ৪০০ টাকায় দাঁড়িয়েছে।


বিজ্ঞাপন


এদিকে এসি হুন্দাই বাসে সাধারণ সময়ে ‘সহজ’ এর সাইটে টিকিট পাওয়া যায় ১৪০০ টাকায়। একটি টিকিটের প্রসেসিং ফি নেওয়া হয় ৫৪ টাকা, একসঙ্গে চারটি টিকিট কাটলে ফি নেওয়া হয় ২১২ টাকা। তবে ঈদযাত্রায় এসে এই বাসের টিকিট ৪০০ টাকা বেড়ে ১৮০০ টাকা হয়েছে। ‘সহজ’ও তাদের ফি বাড়িয়ে একটি টিকিটের জন্য করেছে ১৩১ টাকা আর চারটি টিকিট একসঙ্গে কাটলে ফি দাঁড়িয়েছে ৫২২ টাকা, যা সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।

শাকিল আহমেদ নামের এক যাত্রীর সঙ্গে কথা হয় অনলাইনে টিকিট কাটার বিষয়ে। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘কাউন্টারে গিয়ে টিকিট কাটার চেয়ে অনলাইন মাধ্যমই আমার প্রথম পছন্দ। আর টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’ পছন্দের শীর্ষে। তবে অন্য সময়ের চেয়ে ঈদযাত্রার তারা যে বেশি প্রসেসিং আরোপ করছে, তাতে আমার আপত্তি আছে। এটি কমানো উচিত।’

আরও পড়ুন

ঈদুল আজহায় যেসব রুটে চলবে বিআরটিসির বাস

ফার্স্টট্রিপ দিচ্ছে ঈদ ভ্রমণে বিশাল ছাড়

এ প্রসঙ্গে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজ্জামেল হক চৌধুরী ঢাকা মেইলকে বলেন, ‘আমরা শুধু যে বাংলাদেশের বাসে উঠি বিষয়টি এমন নয়। আমরা কিন্তু বিভিন্ন দেশের বাসেও উঠি। সেখানে অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে আলাদা করে ফি আরোপ করা হয় না।’

মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান বাসের টিকিট কাটার যে সিস্টেম তা হলো বাসের যে বুকিং কাউন্টারে আছে সেখানে তারা প্রতি টিকিটে ৫০-৮০ টাকা পর্যন্ত কমিশন দেয়। এক্ষেত্রে ‘সহজ’ ও এ ধরনের কমিশন পাওয়ার কথা। কিন্তু এ ধরনের কমিশন ‘সহজ’ না নিয়ে যাত্রীদের কাছে থেকে প্রসেসিংয়ের নামে বাস ভাড়ার অতিরিক্ত যে টাকা নিচ্ছে তা যাত্রীকে এক ধরনের হয়রানি।’

Eid2

ঈদকে সামনে রেখে এসি বাসের প্রসেসিং ফি দ্বিগুণ করার সমালোচনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ব্যবসা তো নিয়ম মেনে করতে হয়। ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায় না। তাদের (সহজ) বাস কোম্পানিগুলোর সঙ্গেও একটি চুক্তি আছে এক্ষেত্রে বাস কোম্পানিগুলোকেও এ বিষয়গুলো দেখা উচিত।’

এ প্রসঙ্গে ‘সহজ’ কর্তৃপক্ষ ঢাকা মেইলকে জানায়, ঈদের সময়ে সব টিকিটে নয়, শুধু এসি বাসের টিকিটে সাময়িকভাবে ফি সামান্য বাড়ানো হয়েছে। ঈদ মৌসুমে টিকিট চাহিদা কয়েক গুণ বেড়ে যায় এবং সেই সঙ্গে তাদের সার্ভারে হিট প্রায় ১০ গুণ পর্যন্ত বাড়ে। ফলে সার্ভার স্কেল-আপ, অতিরিক্ত ব্যান্ডউইথ, রেজিলিয়েন্স বাড়ানো এবং সার্বক্ষণিক টেকনিক্যাল সাপোর্টের জন্য অপারেশনাল খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই বাড়তি খরচ কাভার করতেই ঈদের সময়ে সাময়িকভাবে কনভিনিয়েন্স ফি কিছুটা বাড়ানো হয়েছে। তারা বলেন, আমাদের মূল উদ্দেশ্য যাত্রীদের নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন টিকিট কাটার অভিজ্ঞতা নিশ্চিত করা, যাতে কেউই সার্ভার সমস্যার কারণে পিছিয়ে না পড়ে।

আরও পড়ুন

‘ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে’

ঈদে ছয় দিন মহাসড়কে ট্রাক-লরি চলবে না: সরকারের উপদেষ্টা

এতে সহজের প্রতি যাত্রীদের যে আস্থা তা নষ্ট হচ্ছে কি না- এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আমরা যাত্রীদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। প্রসেসিং ফি সাময়িক ও পরিস্থিতিভিত্তিক এবং যাত্রীরা তা টিকিট কাটার সময় ট্রান্সপারেন্টভাবে দেখতে পান। আমাদের উদ্দেশ্য কখনোই অতিরিক্ত চার্জ আরোপ নয়, বরং ঈদের মতো পিক টাইমে নির্বিঘ্নে সেবা নিশ্চিত করা। যাত্রীরা আমাদের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা ও ট্রাস্টকে বিবেচনায় নেবেন বলে আমরা বিশ্বাস করি।

দ্বিগুণ প্রসেসিং ফী-এর বিষয়ে বা তা কমানোর কোনো পদক্ষেপ ‘সহজ’ নেবে কি- এমন প্রশ্নের জবাবে ‘সহজ’ কর্তৃপক্ষ বলেন, আমরা সবসময় ফিডব্যাক বিবেচনায় নিই এবং যাত্রীর সন্তুষ্টিকে গুরুত্ব দিই। ঈদের পর পুরো বিষয়টি আমরা রিভিউ করবো এবং কোথায় আরও ভালো করা যায় তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। আমাদের লক্ষ্য সর্বদা গ্রাহকবান্ধব ও স্বচ্ছ একটি টিকিটিং অভিজ্ঞতা দেওয়া।

এমএইচএইচ/জেবি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর