ঢাকার সাভারে প্রকাশ্য রাস্তায় মাথায় গুলি করে এক রং মিস্ত্রিকে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মেহেদী হাসান (৬৪)। তিনি নিহত শাহীনকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার গাজীপুরের তারগাছ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি সাংবাদিকদের জানান, নিহত শাহীন একজন পেশাদার রংমিস্ত্রি ছিলেন। তিনি সাভারের তালবাগ এলাকায় থাকতেন। গত ১৯ মে রাতে সাভারের কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে পূর্ব বিরোধের জেরে শাহীন ও মেহেদীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মেহেদী তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে শাহীনের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।
এই ঘটনার পর নিহতের পরিবার ২২ মে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে নেমে র্যাব প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং পরে তাকে আটক করে।
গ্রেফতার মেহেদী হাসান সাভারের ঘোষপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং আগ্নেয়াস্ত্রসহ আসামির গ্রেফতার এ মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এমআইকে/এইউ

