বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার আগেই কাকরাইল মোড়ে আটকা পড়েছেন আন্দোলনকারী পোশাক শ্রমিকরা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।
মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হন আন্দোলনকারীরা। ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি থাকলেও পুলিশের বাধায় আটকা পড়েন তারা।
বিজ্ঞাপন
শ্রমিকদের দাবি, ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করতে হবে।
সরেজমিনে দেখা গেছে, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে যান আন্দোলনকারী শ্রমিকরা। কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে স্লোগানে স্লোগানে তাদের দাবিদাওয়া জানাচ্ছেন।
এএসএল/এএইচ