রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসায় অরাজকতা করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্যকে আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন সংগঠনটির নেতা আব্দুল হান্নান মাসউদ।
এর আগে সোমবার (১৯ মে) রাতে আটক করা হয় বৈষম্যবিরোধী ওই তিন নেতাকে।
বিজ্ঞাপন
তারা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফুল ইসলাম রাব্বি (২৬), সংগঠনটির ঢাকা মহানগর যুগ্ম সদস্যসচিব ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ল’-এর ছাত্রী ফারহান সরকার দিনা (২৬) ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মোহাম্মদ উল্লাহ জিসান (২৪)।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক পরিচয়দানকারী সাইফুল ইসলাম রাব্বি, ফারহান সরকার দিনা ও মোহাম্মদ উল্লাহ জিসানকে আটক করে পুলিশ। রাত থেকে তাদের থানা হেফাজতে রাখা হয়েছিল।
মঙ্গলবার সকাল থেকে থানায় জড়ো হন সংগঠনটির কিছু সদস্য। পরে দুপুরে থানায় ছুটে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হান্নান মাসউদসহ আরও কয়েকজন। তারা ওসি, এডিসিসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনা করেন। এরপর তিনজনকে তাদের জিম্মায় নেন তারা। তবে তাদের প্রত্যেকের জন্য মুচলেকা দিতে হয়েছে।
ধানমন্ডি থানার ওসি বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ফলে তাদেরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।’
এমআইকে/এএইচ

