রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

G
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান।

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৯ মে) নারায়ণগঞ্জের মদনপুর, বন্দর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। 

এই অভিযানে আনুমানিক ৩০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় ২ হাজার ২০০ ফুট লাইন পাইপ ও ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


বিজ্ঞাপন


এছাড়া নারায়ণগঞ্জ আওতাধীন তালতলা, আমতলা, জালকুড়ি এলাকায় আরও একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জিসান ওয়াশিং লন্ড্রি, শাহ জালাল  ফার্নিচার ও বিসমিল্লাহ মেটাল কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় উক্ত কারখানা সমূহের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় জিসান ওয়াশিং লন্ড্রি ও শাহ জালাল ফার্নিচার কে এক লক্ষ টাকা করে  মোট দুই লাখ টাকা  জরিমানা করেছেন।

G2

একই দিন গাজীপুর জেলার আওতাধীন সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে পাঁচটি, বকেয়ার দায়ে একটি ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৫টিসহ মোট ২১টি আবাসিক রাইজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একটি স্পটের সোর্স লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্নের ফলে ৬০ টি বাড়ির ১৮০টি দ্বিমুখী চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এছাড়া শিল্প গ্রাহক মেসার্স জারা কম্পোজিট লিমিটেডের স্থায়ী বিচ্ছিন্নকৃত সংযোগের ৪ ইঞ্চি সার্ভিস লাইন স্থায়ীভাবে কিলিং করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্যাসের ৪৫০ ফুট লাইন পাইপ ও ২০০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এ সময় তিনজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ছয় হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়।


বিজ্ঞাপন


এছাড়া জোবিঅ -কিশোরগঞ্জ ও রাজস্ব উপশাখা -কিশোরগঞ্জ -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য চারটি আবাসিকের নয়টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় চারজন আবাসিক গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিক ২ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা বকেয়া বিল আদায় করা হয়।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর