সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

চোরাচালানের ৩৪৭টি মোবাইল ফোনসহ যুবক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০১:১১ পিএম

শেয়ার করুন:

চোরাচালানের ৩৪৭টি মোবাইল ফোনসহ যুবক গ্রেফতার
চোরাচালানোর মোবাইল ও গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধ পথে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ঢাকায় আনা হচ্ছিল। সেই খবর পেয়ে পথেই চালান চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার যুবকের নাম নাফিস আহমেদ (২০)। এসময় তাদের কাছ ৩৪৭টি চোরাচালানকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ মে) ডিবি জানিয়েছে, সোমবার দুপুরে শাহবাগের পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির সাইবার বিভাগ সূত্র জানায়, শাহবাগের পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধপথে চোরাচালানকৃত বিপুলসংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে- এমন সংবাদের ভিত্তিতে সেই অভিযান চালানো হয়। অভিযানে ৩৪৭টি বিভিন্ন ব্র‍্যান্ডের মোবাইল ফোনসহ নাফিস আহমেদকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার নাফিস চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি পলাতক আরও কয়েকজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গ্যাজেট চোরাচালান করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।


বিজ্ঞাপন


নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। চোরাকারবারি চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে কাজ করছে ডিবি।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর