রাজধানীর কলাবাগান এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে আহত করেছে তিন যুবক। তারা তাকে মাটিতে ফেলে ঠান্ডা মাথায় কুপিয়ে মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পডেছে।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান এলাকার সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, হামলার শিকার যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গেছে, রাতে সড়কের পাশে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই যুবক। হঠাৎ মোটরসাইকেলে আরও দুই যুবক এসে দাঁড়াল তাদের সামনে। মোটরসাইকেল স্ট্যান্ড করে মুহূর্তেই তিন যুবক মিলে দাড়িয়ে থাকা এক যুবককে মারপিট শুরু করল। তাদের মধ্যে পাঞ্জাবি ও হেলমেট পরা এক যুবক মাটিতে ফেলে চাকু দিয়ে উপর্যুপরি কোপাতে লাগলেন ওই যুবককে। কিছুসময় পর যখন নিস্তেজ হয়ে পড়েন ওই যুবক, তখন মোটরসাইকেলে সটকে পরেন হামলাকারী তিন যুবক। এসময় সড়কে থাকা অন্যরা দাঁড়িয়ে দেখছেন এই বীভৎসতা।
তবে সেখানে অনেকগুলো লোক থাকলেও কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি। আহত সাইফ হোসেন মুন্নার দুই হাতে ১০ থেকে ১৫টি কোপ লেগেছে। এতে হাতের অধিকাংশ রগ কেটে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলিশ জানিয়েছে, বিএনপি ও যুবদলের আধিপত্যের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত মুন্না কলাবাগান থানা বিএনপির ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মইনের পক্ষের লোক। আর মুন্নাকে হামলার নেতৃত্ব দেওয়া এমসি শুভ কলাবাগান থানা যুবদলের কর্মী। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বিজ্ঞাপন
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
এমআইকে/এফএ

