দীর্ঘ আট বছর পর ৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মহিউদ্দীন আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা।
সোমবার (১৯ মে) ৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মো. সুমন মিয়া (ডিবি), পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি সুমন রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির, সিনিয়র যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মহসীন আল মুরাদ।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান, এডিসি জুয়েল ইমরান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি কাজী আবু সাইদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি
হাসান চৌধুরী ও দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি মো. আমিনুল ইসলাম।
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ৩৪ বিসিএস পুলিশ ব্যাচের কমিটি সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে ঐকমত্যের ভিত্তিতে উপরোক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।
নতুন কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এই কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।
বিজ্ঞাপন
সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করা।
আর সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।
এই কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক মহসীন আল মুরাদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান কমিটি সচেষ্ট থাকবে।
কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাইদ বলেন, জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যেদের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।
পরবর্তীতে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনাপূর্বক নব-নির্বাচিত কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
এমআইকে/এফএ

