জাল টিকিট ও পাসপোর্ট নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী ওঠার চেষ্টা করেছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই ব্যক্তির নাম আমান। তার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বলে জানা গেছে।
সোমবার (১৯ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এই ঘটনা ঘটে। সেই ব্যক্তি বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭-এ কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ব্যক্তি অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভুয়া টিকিট নিয়ে প্রবেশে করেন। তবে বিমানবন্দরে প্রবেশের প্রথম ধাপ চোখ ফাঁকি দিয়েই ঢুকেছিলেন। প্রথম ধাপে তিনি কোনো বোর্ডিং পাস না নিয়েই নিরাপত্তা তল্লাশীতে চলে যান। এরপর তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজার যাওয়ার চেষ্টাও করেন। কিন্তু প্লেনে ওঠার আগে তিনি কোনো পাস দেখাতে পারেননি। ফলে তাকে আটক করেন সেখানে কর্মরত ব্যক্তিরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।
তিনি জানিয়েছেন, সেই ব্যক্তি জাল টিকিট পাসপোর্টসহ ঘোরাঘুরি করছিল। এসময় তাকে দেখে সন্দেহ হলে নিরাপত্তাকর্মীরা আটক করেন। এরপর জিজ্ঞাসাবাদ করলে তিনি আবোল-তাবোল কথা বলতে থাকেন। এরপর তাকে আটক করেন তারা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।
সর্বশেষ খবরে জানা গেছে, তাকে রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে/এফএ

