সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও গ্রেফতার ১৬

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আরও গ্রেফতার ১৬

রাজধানীতে ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য জাকির হোসেন বেপারী (৩৮), বরগুনা জেলার সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান সোহাগ (৩৮), বরগুনা জেলার আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন (৪০), যাত্রাবাড়ী থানার আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলাম শফিক (৩৬), সুবাড্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (৩০), বরগুনা জেলার আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন (৪৬), বংশাল থানা ছাত্রলীগের সদস্য মো. ফয়সাল হোসেন (২৯), কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. আবু হোসেন (৪৫), ঢাকা জেলার ছাত্রলীগ সমর্থক আর রহমান (১৮), কেরানীগঞ্জ থানার ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান (১৯), পল্টন থানার আওয়ামী লীগ কর্মী করিম (৪৫), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ ঢালী (৫৮), পল্টন থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল (৫৫), সবুজবাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (৩০), ৬২নং ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক রাসেল ওরফে পাংকু রাসেল ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংগঠক, ‘ধানমণ্ডি ৩২ হোয়াটসঅ্যাপ গ্রুপ’ এর অ্যাডমিন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার যুবলীগ নেতা পিন্টু মিত্র (৪২)।


বিজ্ঞাপন


রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলিস্তান, মতিঝিল, যাত্রাবাড়ী, মুগদা ও মিরপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, রোববার বিকেলে জাকির হোসেন বেপারী ও পিন্টু মিত্রকে এবং সন্ধ্যায় আ. লতিফ ঢালীকে গ্রেফতার করেছে ডিবি। একইদিন সন্ধ্যায় মতিঝিল এলাকায় থেকে সুব্রত পালকে, রোববার দিবাগত রাত ২টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও তার আগে রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী এলাকা থেকে রাসেল ওরফে পাংকু রাসেলকে গ্রেফতার করেছে ডিবি।
এছাড়াও রাত সাড়ে ১১টায় মুগদা এলাকা থেকে পিন্টু মিত্রকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর