সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ২৬ লাখ টাকার গ্যাস চুরি রোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

G
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। ছবি- ঢাকা মেইল-

অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে প্রায় ২৬ লাখ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে বলে জানায় তারা। 

রোববার (১৮ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


এতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৭ মে) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আঞ্চলিক বিক্রয় বিভাগ- সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন কলমা, টঙ্গাবাড়ী, গরুরহাট, বড় আশুলিয়া, বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ী, রাজু মার্কেট, গৌরীপুর, বটতলা, গৌরীপুর, আশুলিয়া, সাভার এলাকার ছয়টি স্পটে বিশেষ অভিযান চালায়। 

অভিযানে রুটনেক্সট ওয়াশিং ও ইকো লন্ডিং ইন্ডা:  নামে বাণিজ্যিক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ১১ লাখ ৯৬ হাজার ৪৫৭ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এ সময় ৪০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়।

একই দিনে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন চক্রবর্তীটেক, ভবানীপুর, গাজীপুর (আশুলিয়া নেটওয়ার্ক) এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইনের বিভিন্ন ব্যাসের আনুমানিক ৫০০ ফুট লাইন পাইপ অপসারণ করে মেসার্স নূর জানুমা ওয়াশিং প্ল্যান্ট ও এআর জিন্স নামক শিল্প সংযোগটি বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়। এতে ১৩ লাখ ৯৯ হাজার ৪৪০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। 

G2


বিজ্ঞাপন


এছাড়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ভিজিল্যান্স বিভাগ- গাজীপুর কর্তৃক যৌথ পরিদর্শনে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল, গোড়াই- মির্জাপুর, টাঙ্গাইলের রেগুলেটরে অবৈধ হস্তক্ষেপ শনাক্ত করার কারণে তৎক্ষণিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ভিজিল্যান্স বিভাগের টিম-১ কর্তৃক নিউ সিটি ডাইং, ঠিকানা-প্লট-৯-রোড-১৮, শ্যামপুর-দ্বিতীয় পর্ব, ঢাকার আঙ্গিনা পরির্দশনকালে আউটলেট ভালভের চাবির পয়েন্ট থেকে তারের মাধ্যমে মিটার টারবাইন বন্ধ করা পরিলক্ষিত হয়। মিটারে অবৈধ হস্তক্ষেপের জন্য গ্যাস বিপণন নিয়মাবলী-২০১৪ এর অনুচ্ছেদ ৮.১ (খ) এর ১ নং অনুযায়ী সংশ্লিষ্ট জোনের সহযোগিতায় সংযোগটি বিচ্ছিন্ন করতঃ ইনলেট ভালভের চাবিতে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। 

পাশাপাশি আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জের আওতাধীন বিশেষ টিম কর্তৃক অভিযান পরিচালনাকালে জোবিঅ-নরসিংদীর আওতাধীন গ্রাহক মেসার্স সরদার কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের আঙ্গিনায় বিদ্যমান আরএমএস কক্ষের ভেতরে অবস্থিত অভ্যন্তরীণ লাইনে ছিদ্র করত: জি আই তারের মাধ্যমে মিটারের টারবাইন আটকানো অবস্থায় গ্যাস ব্যবহাররত অবস্থায় পাওয়া যাওয়ায় বিশেষ টিমের উপস্থিতিতে ইমার্জেন্সি শাখা-নরসিংদী কর্তৃক গ্রাহকের ছিদ্রযুক্ত অভ্যন্তরীণ লাইনসহ সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর