শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালদ্বীপে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ইউএস-বাংলার কামরুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

মালদ্বীপে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ইউএস-বাংলার কামরুল ইসলাম

মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অর্জন করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

উল্লেখযোগ্য এই স্বীকৃতি তুলে দেন মালদ্বীপের বাণিজ্যমন্ত্রী হারিস মোহামেদ। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাতের পেশাজীবীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।


বিজ্ঞাপন


গতকাল ১৭ মে, মালেতে অবস্থিত ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কামরুল ইসলামের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মাজনু, মালেতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের অতিথিসহ প্রবাসী বাংলাদেশিরা।

দক্ষিণ এশিয়ার পেশাগত অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মো. কামরুল ইসলামের এ অর্জনকে বাংলাদেশি সিভিল অ্যাভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মান হিসেবে দেখা হচ্ছে। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সে দীর্ঘদিন ধরে জনসংযোগ কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এবং বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


বিজ্ঞাপন


এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর