সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭ ঘণ্টা ডাউন থাকবে এনআইডি সার্ভার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

৭ ঘণ্টা ডাউন থাকবে এনআইডি সার্ভার
বিঘ্নিত হচ্ছে এনআইডি সেবা। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে সাত ঘণ্টা ডাউন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ মে) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা বলেন, সার্ভার নিয়মিত মেইনটেইন কাজের জন্য আজ বিকেল পাঁচটা থেকে এনআইডি সেবা কার্যক্রম ধীরগতিতে চলমান রয়েছে। তবে পুরোপুরি বন্ধ হয়নি। এটি রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

আপাতত ইসির অধীনেই থাকছে এনআইডি সেবা

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে লগইন ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসার কারণে সারাদেশে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা বিঘ্ন ঘটে। যা সাড়ে আট ঘণ্টা পরে আবার চালু হয়।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে এতে আরও প্রায় ৬৩ লাখ ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর