মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে ৮৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থসহ তিন প্রতারক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

A
Arrest

রাজধানীতে অভিযান চালিয়ে ৮৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ। শুক্রবার (১৬) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফুর রহমান (২০), মো. আল-আমিন (২৫) ও অনামিকা (২৪)। অনামিকা ও আল আমিন স্বামী-স্ত্রী।


বিজ্ঞাপন


শনিবার (১৭মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, ‘রাজধানীতে একটি চক্রের সন্ধ্যান মিলেছে, যারা প্রতারণা করে মানুষজনের নানা জিনিসপত্র হাতিয়ে নেয়। তারা অনলাইনে প্রতারণা করে। চক্রটির তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিষয়ে বিকেলে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য ওই সংবাদে সম্মেলনে কথা বলবেন রমনার ডিসি মো. মাসুদ আলম।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর