সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১০:২৩ এএম

শেয়ার করুন:

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি।

রাজধানীর মোহাম্মদপুরের দুর্গা মন্দির গলি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। তার নাম মো. নুর ইসলাম (২৬)।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহতের ভাই মো. ওসমান গনি বলেন, আমার ভাই রাত ৮টার দিকে মোহাম্মদপুর দুর্গা মন্দির গলি এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ভাইকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর