শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তদবির বাণিজ্য: এনসিপি নেতা তানভীরসহ ৪ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

তদবির বাণিজ্য: এনসিপি নেতা তানভীরসহ ৪ জনকে দুদকে তলব
গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর, তুহিন ফারাবি ও মোয়াজ্জেম হোসেন।

তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যসহ নানা অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকিরা হলেন— উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (ছাত্র প্রতিনিধি) ডা. মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক তিনটি চিঠিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।


বিজ্ঞাপন


দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’

গত ২১ এপ্রিল এক প্রজ্ঞাপনে এপিএসের পদ থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। এর পরদিন (২২ এপ্রিল) সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে, প্রকাশ্যে আসে নানা গুঞ্জনও।

পরবর্তীতে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বিজ্ঞাপন


আরও পড়ুন
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে দুদক

অন্যদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ উঠলে গত ২১ এপ্রিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এছাড়া দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর