সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১১:১৬ এএম

শেয়ার করুন:

মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় এসেছে। এরপর নির্বাচন কমিশন থেকে তার নামেও গেজেট প্রকাশ করা হয়।

তবে এখনো তার শপথ হয়নি। এই শপথ গ্রহণ বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। দ্রুত শপথের দাবিতে তারা নগর ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৪ মে) সকাল থেকেই ডিএসসিসি নগর ভবন এলাকায় জড়ো হন শত শত মানুষ। মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাতে থাকেন। বিক্ষোভে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন ইশরাকের নির্বাচনী এলাকা সূত্রাপুর, গেন্ডারিয়া, লালবাগসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ। তাদের দাবি— আদালতের রায় ও গেজেট প্রকাশের পর আর বিলম্ব করার সুযোগ নেই। দ্রুত তাকে মেয়র হিসেবে শপথ নিতে দিতে হবে।

এদিকে নগর ভবনের সামনে অবস্থানের কারণে গুলিস্তান ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অফিস সময় হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা জানান, ইশরাক হোসেন নির্বাচিত এবং আদালতের বৈধতা পেয়েছেন। তাই তিনি যেন দ্রুত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য শপথ নিতে দিতে হবে।


বিজ্ঞাপন


বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর