দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় ‘ঝংকার’। এক্ষেত্রে দেশের উত্তর-পূর্ব অংশে ব্যাপক বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
রবিবার (১১ মে) বিডব্লিউওটির দেওয়া বৃষ্টিবলয়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিডব্লিউওটি জানায়, দেশে সক্রিয় হয়ে গেছে বৃষ্টিবলয় ‘ঝংকার’! দেশের উত্তর-পূর্ব অংশে ব্যাপক বজ্রবৃষ্টির মেঘ দেখা যাচ্ছে। হচ্ছে দফায় দফায় কালবৈশাখী ঝড়। আজ রাত পর্যন্ত এই সক্রিয়তা অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে দেশের অন্যত্র এই বজ্রবৃষ্টির প্রবণতা ছড়িয়ে পড়তে পারে।
ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টিবলয় ‘ঝংকার’ একটু দেরিতে সক্রিয় হতে পারে।
এমএইচএইচ/এএইচ

