বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢামেকের দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

DM
ঢামেকের দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি- ঢাকা মেইল

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ মে) বিকেলে এই অভিযান চালানো হয়। 


বিজ্ঞাপন


ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর দক্ষিণ গেট এলাকায় বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিং করার অভিযোগে একাধিক ব্যক্তিকে বিভিন্ন দণ্ড প্রদান করেন। 

DM
ঢামেকের দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ছবি- ঢাকা মেইল

থানা সূত্র আরও জানায়, একই দিনে একই এলাকায় মূল সড়কে জনসাধারণের চলাচলের রাস্তায়  অবৈধভাবে স্থাপনা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার ও অবৈধ স্থাপনা এবং মালামাল জব্দ করে ডিএমপির স্পেশাল মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মহানগর পুলিশ।


বিজ্ঞাপন


এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর