বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে বাইসাইকেল চুরির দায়ে যুবকের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

বর্ষবরণ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

রাজধানীর আজিমপুর বটতলা এলাকায় বাইসাইকেল চুরির অপরাধে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির নাম সাকিল আহমেদ (২৮)।

শনিবার সকালে আজিমপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সাকিলকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ সাজা দেন।


বিজ্ঞাপন


লালবাগ-ট্রাফিক বিভাগ সূত্র জানায়, শনিবার সকালে আজিমপুর বটতলা এলাকার শাহসাব বাড়ির সামনে থেকে সাকিল একটি লাল, কালো ও সাদা মিশ্রিত বাইসাইকেল চুরির চেষ্টা করেন। এসময় তিনি স্থানীয় জনতার হাতে আটক হন। পরে তারা তাকে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের কাছে হস্তান্তর করেন। পুলিশ সার্জেন্ট ও লালবাগ থানা পুলিশের সহযোগিতায় আটককৃত সাকিলকে সাক্ষীসহ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের কাছে হাজির করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। 

মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর