শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুর বিপু ওরফে শুটার বিপুকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম।
জুলাই অভ্যুত্থানের পর থেকে রাজধানীতে যেসব সন্ত্রাসীর দৌরাত্ম বেড়েছিল তাদের মধ্যে বিপু একজন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৬ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হন বিপু। ডাকাত সন্দেহে তাদের মারধর করা হয়। স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আহ্বান জানানোর পর গণপিটুনির শিকার হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসিনা সরকারের পতন-পরবর্তী পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদেরও কেউ কেউ দেশে ফিরে আসেন। সেই ধারাবাহিকতায় গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকায় হঠাৎ দেখা মেলে ৯০ দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইনের। ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আমলে তাকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল।
বিজ্ঞাপন
এমআই/ইএ

