গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস। মহান মে দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে সংগঠনটি। মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই সকল শ্রমিকের জন্য শ্রম আইনের সুরক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে আজকের কর্মসূচি পালন করেছে বিলস।
মে দিবস উদযাপনে অংশগ্রহণ করেন প্রায় ২৫০ জন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, জলবায়ু পরিবর্তন এবং জাস্ট ট্রানজিশন ইস্যুতে কাজ করা বিভিন্ন শ্রম অধিকার বিষয়ক সংগঠন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর প্রতিনিধিবৃন্দ এবং পরিচর্যা কর্মীদের অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম, আইএলও এর প্রতিনিধি, নেদারল্যান্ডভিত্তিক সংগঠন মনডিয়াল এফএনভি এর প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন-বিএলএফ এর নির্বাহী পরিচালক আশরাফ উদ্দিন মুকুট, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন এর সভাপতি শামীম আরা, বিলস এর পরিচালক কোহিনুর মাহমুদ, বিলস এর নির্বাহী পরিষদ এর সদস্য নাসরিন আক্তার দিনা প্রমুখ।
এসময় ১১ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- শ্রমিকের ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম এবং ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করা; জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা; জাতীয় ন্যায্য রূপান্তর কৌশল কাঠামো প্রণয়ন করা; জাতীয় জলবায়ু ও ন্যায্য রূপান্তর তহবিল গঠন করা; সবুজ রূপান্তরে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, আপ-স্কিলিং ও রি-স্কিলিং নিশ্চিত করা; পরিচর্যা সম্পর্কিত কাজ এবং পরিষেবাসমূহকে চিহ্নিত করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা; পরিচর্যা কর্মীদের জন্য দৈনিক ৮ ঘণ্টা কাজ, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা; পরিচর্যা খাতে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষার জন্য আইএলও কনভেনশন ১৫৬ ও ১৮৩ অনুসমর্থন করা; গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা; গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষা নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করা ও গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থন করা।
টিএই/এফএ

