রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইশরাকের গেজেট বিতর্কে ইসির সাফাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ইশরাকের গেজেট বিতর্কে ইসির সাফাই
নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ঢাকা মেইল

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পর যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়ে মুখ খুলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, তাদের ওপর আদালতের নির্দেশের বাধ্যবাধকতা ছিল। এজন্য তারা আইন মন্ত্রণালয়ে চাওয়া মতামত আসার আগেই গেজেট প্রকাশ করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের চতুর্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনারাহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিজ্ঞাপন


গতকাল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বলেছে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা মামলায় ইসি আপিল করেনি। আর আইন উপদেষ্টা বলেছেন আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই ইসি গেজেট প্রকাশ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের ওপর বাধ্যবাধকতা ছিল দশ দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। এটা হচ্ছে আমাদের মতামত। আমরা দ্রুত সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। কিন্তু ১০ দিনের মধ্যে মতামত না আসায় আদালতের আদেশ যাতে ব্যত্যয় না হয় এজন্য আমরা সেটা পালন করেছি। আমরা তো সংক্ষুব্ধ নই। রায়ে আমরা সংক্ষুব্ধ হলে আদালতে যেতাম।’

আরও পড়ুন

ইশরাকের গেজেট প্রকাশে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি: উপদেষ্টা

গত রোববার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।


বিজ্ঞাপন


২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হয়। নির্বাচনে দক্ষিণ সিটির এক হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। পরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।

ওই বছরের ৩ মার্চ নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর