সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে ফ্লাইওভারের ওপরে গাড়ির ধাক্কায় নারী নিহত

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম

শেয়ার করুন:

রাজধানীতে ফ্লাইওভারের ওপরে গাড়ির ধাক্কায় নারী নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ

রাজধানীর শান্তিনগর ফ্লাইওভারের ওপরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৭) এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান বলেন, আমরা খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারে ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ওই এলাকার স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, রাত ১০টার দিকে ফ্লাইওভারে ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে আমাদের খবর দিলে ওই নারীকে হাসপাতালে নিয়ে যাই। নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর