মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় মূল আসামির সঙ্গে নিরীহ লোকদের আসামি করা হচ্ছে এমন মন্তব্য করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন। পুলিশ সপ্তাহকে কেন্দ্র করেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম আলাদা কমিশনের অধীনে দেওয়া যেতে পারে।

এসময় সারাদেশে অনেককে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বিষয়টি নজরে আনলে তিনি বলেন, আগে মামলা করা হতো কারো মৌখিক কথার মাধ্যমে। এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন; তারা যখন আনেন তখন সেটা আমাদের মামলা হিসেবে নিতে হয়। তখন যাচাই করার সুযোগ থাকে না সত্যি নাকি মিথ্যা। এটা পরে তদন্তে জানতে পারি যে মিথ্যা। ৫ আগস্টের পর অনেক মামলায় দেখা গেছে মিথ্যা তথ্য যোগ করা হচ্ছে। যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের আমাদের পক্ষ থেকে কোনো হয়রানি করা হবে না।

এ বিষয়ে তিনি আরও বলেন, মামলা মিথ্যা না, মামলা সত্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমরা মামলা দিয়ে কাউকে হয়রানির ব্যাপারটা বন্ধ করতে চাই। এজন্য আমিও অনেক সময় থানায় ফোন দিয়ে কথা বলেছি।


বিজ্ঞাপন


দেশে জঙ্গি নাই এটা সত্যি কিনা জানতে চাইলে বাহারুল আলম বলেন, জঙ্গি নেই সেটার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এর আগে জঙ্গিবাদের অভিযোগে অনেকেই কারাগারে অন্তরীণ হয়েছেন। বাংলা ভাইয়ের বিষয়টিও আমরা সবাই জানি। জঙ্গিবাদের নেটওয়ার্ক মোকাবিলা করার মতো সক্ষমতা আমাদের আছে।

আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেখা গেছে, অপরাধ হয়তো করেছেন পাঁচজন কি দশজন, কিন্তু অসৎ উদ্দেশ্যে, অর্থ আদায়ের জন্য, কাউকে হয়রানি করার জন্য, ভয় দেখিয়ে ৩০০ লোকের নামে মামলা দিয়ে দিয়েছে।

পুলিশ সপ্তাহ সম্পর্কে জানাতে গিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, আড়ম্বরপূর্ণ নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।

বিইউ/এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর