সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

কবি দাউদ হায়দার মারা গেছেন
কবি দাউদ হায়দার। ছবি: সংগৃহীত

জার্মানিতে বসবাসরত কবি দাউদ হায়দার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত নয়টায় জার্মানির বার্লিনে শ্যোনেবের্গ ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


কবি দাউদ হায়দার বার্লিনের রাইনিকেডর্ফ এলাকায় একটি ভবনের ১২ তলায় একটি ফ্লাটে একাকী থাকতেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১৯৭৪ সালে কবি দাউদ হায়দার নির্বাসিত হয়েছিলেন। জীবিত অবস্থায় আর দেশে ফিরতে পারেননি।

১৯৫২ সালে পাবনায় দাউদ হায়দারের জন্ম। তিনি দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ছিলেন। ১৯৭৪ এর ২৪ ফেব্রুয়ারি সংবাদ পত্রিকায় তার একটি দীর্ঘ কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশিত হলে সারাদেশে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়। কবিতার এক পংক্তিতে তিনি  নবিজি (সা.) ও যিশুখ্রিষ্টকে গালি দেন। তিনি গৌতম বুদ্ধকেও গালি দিয়েছেন।  

আরও পড়ুন

কবি মাকিদ হায়দার আর নেই

জনরোষ থেকে বাঁচাতে তাকে জেলে রাখা হয়। জেলখানায় তাকে কয়েদিরা মারপিট করে। কিছুদিন পর জেল থেকে মুক্তি দিয়ে কলকাতাগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। কলকাতা থেকে তিনি জার্মানিতে পাড়ি জমান।

স্বাধীনতার পর দাউদ হায়দারই প্রথম লেখক, যাকে লেখালেখির কারণে নির্বাসনে যেতে হয়। ৫০ বছর ধরে তিনি নির্বাসনে ছিলেন। এই সময়ে তিনি আর কখনোই দেশে ফিরতে পারেননি। কোনো সরকারই তাকে আসার অনুমতি দেয়নি।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর