রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:১৬ এএম

শেয়ার করুন:

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটির আমেজ কাটতে না কাটতেই মে মাসে আবারও দুবার তিন দিনের টানা ছুটি উপভোগ করতে যাচ্ছেন দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মে মাসের শুরু ও মাঝামাঝি সময়ে এ দুটি ছুটি মিলবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে।

প্রথম ছুটির পালা শুরু হবে ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে। এটি বৃহস্পতিবার পড়েছে, ফলে পরের দুদিন—শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাবেন টানা তিন দিনের বিশ্রাম।


বিজ্ঞাপন


এর ঠিক ১০ দিন পর, ১১ মে (রোববার) পালিত হবে বুদ্ধ পূর্ণিমা, যা সরকারি ছুটির দিন। এর আগের শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি হওয়ায় আবারও পাবেন তিন দিনের টানা ছুটি।

এর আগে, গত মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাটিয়েছেন টানা ৯ দিনের ছুটি। সরকার প্রথমে ঈদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করলেও, পরে নির্বাহী আদেশে ৩ এপ্রিলের ছুটিও যোগ করা হয়। এতে করে সাপ্তাহিক ছুটির দিনসহ মিলিয়ে পুরোটা ছুটি হয় ৯ দিনের।

প্রতিবছর সরকারি ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও সাপ্তাহিক ছুটির বাইরে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের ধর্ম অনুযায়ী তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তবে এ জন্য আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এমন ছুটিগুলো সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ভোগ করার সুযোগ থাকলেও, ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া নিয়মবিরুদ্ধ, কারণ তাতে সেটি একটানা ছুটিতে পরিণত হয়।

তবে যেসব সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক বা জরুরি সেবা সংশ্লিষ্ট অফিসগুলো নিজেদের আইনে চলে, তারা জনস্বার্থ বিবেচনায় আলাদা সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে ছুটি কিছুটা ভিন্ন হতে পারে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর