সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ ভিওআইপি ব্যবসা: সরঞ্জামাদি ও বিপুল সিমসহ ‘মূলহোতা’ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

অবৈধ ভিওআইপি ব্যবসা: সরঞ্জামাদি ও বিপুল সিমসহ ‘মূলহোতা’ গ্রেফতার

অবৈধ ভিওআইপির ব্যবসার অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে রাজু (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২ ও বিটিআরসি। এসময় অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি ও বিভিন্ন কোম্পানির দেড় হাজার সিম উদ্ধার করা হয়। সংস্থা দুটি বলছে, গ্রেফতার রাজু এই অবৈধ ব্যবসা চক্রের মূল হোতা।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।


বিজ্ঞাপন


তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মূল হোতা রাজুকে গ্রেফতার করা হয়। এসময় অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ এক হাজার ৫৪৭টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, র‍্যাব-২ ও বিটিআরসি জানতে পারে যে, বিটিআরসি’র অনুমোদন ব্যতিত ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন টেলিযোগাযোগ যন্ত্র সামগ্রী (সিম বক্স, রাউটার, অনু, ল্যাপটপ, সিমকার্ড) ব্যবহার করে অবৈধভাবে স্থাপনা তৈরিসহ কিছু ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে। চক্রটি অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। এরপর র‌্যাব-২ অভিযান চালায়। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রাজু বাড্ডানগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। রাজু অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের মূলহোতা। চক্রটি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হতে লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনা করার কারণে সরকার বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর