কমলাপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নয় মামলার আসামি বিল্লাল হোসেনসহ (৩২) তার সহযোগীকে গ্রেফতার করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ। তার সহযোগীর নাম সোহাগ (৩০)।
শুক্রবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশের একটি সূত্র।
বিজ্ঞাপন
জানা গেছে, বিল্লালের বিরুদ্ধে মতিঝিল থানায় ২০১৪ সালের ছিনতাই মামলা রয়েছে। সেই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়েছিল। পরে তার নামে ওয়ারেন্ট হয়। কিন্তু তিনি পলাতক ছিলেন। এসময় তার অন্যতম সহযোগী চিহ্নিত ছিনতাইকারী সোহাগকেও (৩০) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল পুলিশকে জানায়, ঘটনার পর থেকে সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে শাজাহানপুর, মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইকে/এফএ

