সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুগদা মেডিকেলে ২২ দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

মুগদা মেডিকেলে ২২ দালাল গ্রেফতার

সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে জড়িত পাঁচ নারীসহ ২২ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালের দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান বলেন, রোগীর ছদ্মবেশে মোট ২২ জন দালালকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজার কথা নিশ্চিত করে মতিঝিল বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করেন আটককৃত দালালেরা।

আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন বলে জানা গেছে।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর