সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে পৃথকভাবে অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও জুলাই ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগও রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।


বিজ্ঞাপন


বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন মাস্টারকে এবং একইদিন দিবাগত রাত মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে হাজী আলাউদ্দীনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর