গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযানে গাজীপুর ও নারায়ণগঞ্জে ঝটিকা অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে গাজীপুরে ১৮০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
এছাড়া গাজীপুরে আনুমানিক ২০০০টি অবৈধ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ সংযোগ ব্যবহারের কারণে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ২১ এপ্রিল (সোমবার) তিতাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুর জোবিঅ-জয়দেবপুর -এর আওতাধীন উত্তর বিলাশপুর, জয়দেবপুর, গাজীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৭০০ ফুট বিতরন লাইনের ১৮০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ৩,৭৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুজন গ্রাহককে মোট এক লাখ বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ওইদিন তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও জোবিঅ- সোনারগাঁও -এর আওতাধীন নয়াপুর বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চারটি স্পটে প্রায় পাঁচ কিলোমিটার এলাকার আনুমানিক ২০০০টি অবৈধ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের প্রায় ৩১০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়েছে।
এমআর/জেবি

