সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কৃষক লীগ নেতা হানিফ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

কৃষক লীগ নেতা হানিফ গ্রেফতার

রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি হানিফকে হত্যা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এডিসি সোনাহার আলী। তিনি ঢাকা মেইলকে বলেন, হানিফকে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। হানিফ ছাত্র আন্দোলনের সময় মিরপুরে মূল ভূমিকা পালন করেছেন। তাকে ভাষানটেকে ছাত্র হত্যার আসামি হিসেবে দেখানো হয়েছে।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রাজধানীর পল্লবীতে যুবলীগের মহানগর উত্তরের বিতর্কিত সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ব্যানারে একটি মিছিল করে। বাপ্পি বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাপ্পির হয়ে পূরবী মার্কেট নিয়ন্ত্রণ করা জাকিরের তত্বাবধানে এই মিছিল করানো হয়। জাকির মিরপুর জেনারেল নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হানিফ। তিনি মূল পরিকল্পনা ও অর্থায়ন করে মিছিলটি হয়েছিল।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর