রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের সংঘর্ষে জড়াল ঢাকা ও সিটি কলেজ, পুলিশসহ আহত কয়েকজন, থমথমে ধানমন্ডি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে থমথমে ধানমন্ডি

ধানমন্ডির দুই শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার সূত্রপাত এক শিক্ষার্থী আহত হওয়ার খবর থেকে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১১টার পর থেকে ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে অবস্থিত সিটি কলেজের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের দিকে এগিয়ে যায় এবং ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় সিটি কলেজের ভেতর থেকেও কিছু শিক্ষার্থী ইট নিক্ষেপে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক ঢাকা মেইলকে বলেন, আজ আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। এসময় তাদের থামাতে গিয়ে পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। 

এদিকে সংঘর্ষের ঘটনায় ধানমন্ডি এলাকাজুড়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে সরে যান। সাধারণ মানুষও এলাকা ত্যাগ করতে শুরু করেন। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের মধ্যকার এই উত্তেজনা নতুন নয়। এর আগেও নানা সময়ে সামান্য ঘটনার জেরে বড় ধরনের সহিংসতা দেখা গেছে।

জানা গেছে, গতকাল রাতে ধানমন্ডিতে ঢাকা কলেজের মাশফিয়া (১৭) নামে এক শিক্ষার্থীকে কে বা কারা পিটিয়ে আহত করে। তিনি ওই সময় কলেজ সংলগ্ন এলাকায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মাশফিয়াকে বেধড়ক মারধর করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় মাশফিয়াকে উদ্ধার করে দ্রুত ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেই ঘটনার জের ধরে আজ দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে যান। তারা কলেজটির গেটে থাকা স্টিলের লোগোটি খুলে নিয়ে আসেন। এতে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হন। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে বাঁধে।
 
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপর হামলা চালান সিটি কলেজের ছাত্ররা। তারা সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন। দুই কলেজের শিক্ষার্থীরা মোড়ে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ালে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রশাসনের কথায় সাড়া দেন এবং তারা ক্যাম্পাসে চলে যান। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর চড়াও হন। তারা তাদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে সিটি কলেজের ভেতরে প্রবেশ করিয়ে দেন। সেই মুহূর্তেও তারা ক্যাম্পাসটির ভেতর থেকে ইটপাটকেল ও পানি ছিটাতে থাকে। পরে পুলিশ আবারও ধাওয়া দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে এবার তারা লাঠি, বেঞ্চের কাঠ ভেঙে ও চেয়ার ছুঁড়ে মারতে থাকেন। এসময় সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। 


বিজ্ঞাপন


সচেতন নাগরিকরা বলছেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের উত্তেজনা না কমানো গেলে এমন পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে।

বিইউ/এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর