সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা ও না.গঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা সাত লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

ঢাকা ও না.গঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা সাত লাখ টাকা

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা ও নয়টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।  

সোমবার (২১ এপ্রিল) রাজউক এর জোন ১ ও জোন ৬ এর আওতাধীন ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। 


বিজ্ঞাপন


রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে রাজধনীর রানাভোলা এবং কামারপাড়া, তুরাগ এলাকায় সর্বমোট ৮টি নির্মানাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৭টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৮টি মিটার জব্দ করা হয়। একইসঙ্গে রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ অপসারণ করা হয়। এসব ভবনে মালিকদের সর্বমোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ‘ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না’ মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়। 
মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মো. আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার মো. মশিউর রহমান, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে নারায়নগঞ্জের রূপগঞ্জের উত্তর রূপসী এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ৭টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার অতিরিক্ত অংশ অপসারণ করা হয়। এসব ভবনে মালিকদের সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।  

এমআর/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর