শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

আবারও আগুনের লেলিহান শিখা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২২, ০২:৪৬ এএম

শেয়ার করুন:

আবারও আগুনের লেলিহান শিখা চট্টগ্রামে

সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোর ভয়াবহতা কাটেনি এখনও। এরই মধ্যে আবারও আগুন লেগেছে চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে। সোমবার (১৩ জুন) রাত পৌনে নয়টায় পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে ঘটে এই দুর্ঘটনা।  

তবে এই আগুনে ঘটেনি কোন হতাহতের ঘটনা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়া আগেই নিভে যায় আগুন। আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজেশন অফিসার কফিল উদ্দিন আহমেদ ঢাকা মেইলকে নিশ্চিত করেছে এই ঘটনা।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা বলেন, 'রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাটগড়ের ভারটেক্স ডিপোতে যাই। ওখানে একটি তুলার কনটেইইনারে ধোঁয়া দেখা গিয়েছিল। আমরা গিয়ে কনটেইনারটি সরানোর জন্য বলি। ডিপোর লোকজনই কনটেইনারটি সরিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে কোনো পানি দিতে হয়নি। পানি দিলে তুলা নষ্ট হয়ে যায়। তাই পানি ছেটানো হয়নি।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ঘটে মারাত্মক অগ্নিকাণ্ড। আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

সেই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর